আখতারুজ্জামান চৌধুরী বাবুকে নিয়ে চট্টগ্রামবাসী গর্ব করতে পারে

0

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, শিল্প বাণিজ্যের প্রতিকৃৎ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাপ্তাহিক চাটগাঁর সংবাদ’র আয়োজনে স্বরণ সভা ও দোয়া মাহফিল পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. রেজাউল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক ভাস্কর ডি.কে. দাশ মামুন, প্রকৌশলী সঞ্চয় কান্তি দাশ, রাজনীতিবিদ গিয়াস উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা সাংবাদিক অমর কান্তি দত্ত, সমাজসেবক নুরুল কবির চৌধুরী, সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার যুগ্ম সম্পাদক সোহেল মুহাম্মদ ফখরুদ্দীন, অধ্যক্ষ শেখ শফিউল কাদের চৌধুরী, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সোহেল তাজ, এস.বি জীবন, মোস্তফা হাসান, মুহাম্মদ রিয়াজ, মিনহাজুল আবেদীন সাব্বির।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিদ্যুৎসাহী হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান গড়া, শিল্পকারখানা গড়ে দেশে কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আর্কষণ, অকাতরে দান করে আত্ম মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু। আনোয়ারা সহ বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের জন্য তাঁর ভুমিকা চট্টগ্রামবাসী আজীবন শ্রদ্ধাভরে স্বরণ করবে।
সভাপতির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, নিজেকে ব্যবসায়ী শিল্পপতি হিসেবে আখ্যায়িত করার চেয়ে একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত হতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু। ‘৭৫ পরবর্তী জাতির জনককে হত্যার পর আওয়ামী লীগকে সংগঠিত করতে অর্থ শ্রম মেধা দিয়ে অন্যান্য ভূমিকা রাখেন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি দেশের পক্ষে জনমত গঠন করতে দেশ বিদেশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
সভার শুরুতে খতমে কোরআন, মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম ও হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.