এক চিকিৎসকের রোগীকে অন্য চিকিৎসক চিকিৎসা সেবা দেননা

0

জুবায়ের সিদ্দিকী : নগরীর সদরঘাটে অবস্থিত সিটি কর্পোরেশনের মেনন মাতৃসদন হাসপাতালে রোগী দেখা নিয়ে ঠেলাঠেলি রেষারেষির কর্মকান্ডে জড়িত চিকিৎসকরা। এক চিকিৎসকের রেফার করা রোগীকে চিকিৎসাসেবা দেননা অন্য কোন চিকিৎসক।

গত ৩ মাস আগে দুই চিকিৎসকের রেষারেষির কারণে চিকিৎসাসেবা না পেয়ে এক নারীর গর্ভের শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে এই হাসপাতালে।
অনুসন্ধানে জানা যায়, মেনন হাসপাতালে গত ৬ আগষ্ট ভর্তি হন হালিশহরের নিশাত জেরিন নামের এক প্রসূতি। পরদিন বিকালে তার প্রসব হওয়ার সময় ছিল। কিন্তু এসময় দায়িত্বরত চিকিৎসক কর্মস্থলে না থাকায় যথাসময়ে প্রসব করতে পারেননি মহিলাটি। এতে গর্ভেই তার বাচ্চাটি মারা যায়।
অনুপস্থিত থাকা ডা: ইশরাত জাহানকে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়। এই ঘটনায় দায়ী অপর চিকিৎসক ডা: ফাহমিদা জেসমিনকেও বরখাস্ত করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.