সম্প্রতি সংখ্যালঘুদের উপর হামলায় বিএনপি-জামায়াত জড়িত: হাছান মাহমুদ

0

সিটিনিউজবিডি :  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সংখ্যালঘুদের ওপর হামলায় বিএনপি-জামায়াত জড়িত। তাদের রাজনীতি হলো ষড়যন্ত্রের। সংখ্যালঘুদের ওপর হামলা তাদের নতুন ষড়যন্ত্রের অংশ বলেছেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘সৈনিক হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি আরো বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতে যেমন, মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দিরে হামলার পেছনে বিএনপি-জামায়াতের ইন্ধন ছিল, এগুলোতেও তাদের সরাসরি ইন্ধন রয়েছে।

‘বিপ্লব ও সংহতি দিবস’ নয় দাবি করে হাছান মাহমুদ বলেন, ১৯৭৫ সালের এই দিনে মানুষ হত্যা করা হয়েছিল। এই দিনে কোনো বিপ্লব হয়নি, মানবতার বিরুদ্ধে সংগ্রাম সংঘটিত হয়েছিল। এই দিনটি একটি কালো দিন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.