প্রথম ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারালো চিটাগাং ভাইকিংস

0

খেলাধুলা : বিপিএলের প্রথম ম্যাচে চিটাগংয়ের দেয়া ১৬২ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৯ রানে হারলো মাশরাফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আজ (৮ নভেম্বর) মঙ্গলবার নিজেদের ব্যাটিং ইনিংসে তৃতীয় ওভারের শুরুতেই দলীয় মাত্র ৯ রানে ডোয়াইন স্মিথের বলে এনামুলের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন ভিক্টোরিয়ান্স ওপেনার ইমরুল কায়েস (৬)। ইমরুলের আউটের পর ষষ্ঠ ওভারে আব্দুর রাজ্জাকের বলে তাসকিনের তালুবন্দি হওয়ার আগে ১৮ বলে ২৩ রান করেন ক্যারিবীয় তারকা স্যামুয়েলস। এরপর অষ্টম ওভারে আফগান তারকা নবির বলে এনামুলের স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন আরেক ওপেনার লিটন দাস (১৮ বলে ১৩)। এরপর দলনায়ক মাশরাফি এসে মাত্র ১ রান করেই তায়মাল মিলসের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরার পর পাক অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও মাত্র ৪ রান করে সাজঘরের পথ ধরলে দলীয় ৭৭ রানেই ৬ উইকেট হারায় কুমিল্লা। এরপর তরুণ ব্যাটসম্যান শান্ত ও আল আমিন মিলে এখন পর্যন্ত ৩০ রানের জুটি গড়ে পরাজয় এড়ানোর কাজটি করে যাচ্ছিলেন। কিন্তু অষ্টাদশ ওভারে মোহাম্মদ নবি এসে পরপর দুই বলে আল আমিন (১৪) এবং সোহেল তানভিরকে (০) তুলে নিলে ১০৭ রানেই ৮ উইকেট হারায় ম্যাশ বাহিনী। তবে শেষ দিকে দারুণ খেলে বিপিএলে নিজের প্রথম ফিফটি তুলে নিয়ে দলের পরাজয়ের ব্যবধান কমিয়েছেন তরুণ নাজমুল হোসাইন শান্ত। তাসকনের এক ওভারে চারটি বাউন্ডারিসহ মোট ছয়টি বাউণ্ডারি হাঁকিয়ে ৪৪ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন শান্ত।

ভাইকিংস বোলারদের মধ্যে আফগান তারকা মোহাম্মদ নবি একাই ৪টি উইকেট তুলে নিয়েছেন ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে। এছাড়া স্মিথ, রাজ্জাক, মিলস ও তাসকিন প্রত্যকে ১টি করে উইকেট লাভ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.