ফেল করা ৪৪ জন পরীক্ষার্থী পাশ করেছেন

0

সিটিনিউজবিডিঃ  চট্টগ্রামের বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, চট্টগ্রাম বোর্ডের মাধ্যমিকের উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৯১ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন শিক্ষার্থী । এতে সকল বিষয়ে এ প্লাস পেয়েছেন ২৩ জন শিক্ষার্থী এবং ফেল থেকে ৪৪ জন পরীক্ষার্থী পাশ করেছেন।

পরিবর্তিত ফলাফলের ভিত্তিতে রোববার রাত ১২টা পর্যন্ত পছন্দের কলেজে আবেদন করতে পারবেন এসব শিক্ষার্থী। শনিবার সকাল ১১টায় বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, সকাল ১১টায় ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা পুনঃফলাফলের ভিত্তিতে পছন্দের কলেজে আবেদন করতে পারবে। রোববার রাত ১২টার মধ্যে আবেদন করতে হবে।

মাহবুব আরো বলেন , ৯ হাজার ৭৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছিল। এতে ২২ হাজার ৫২৩ টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিতে। ৪ হাজার ২৮৬টি গণিত উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.