পুলিশের ‘‘কাটিং’’ বাণিজ্য : স্বর্ণ ও হুন্ডির সন্ধানেই ব্যস্ত দারোগারা

0

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরীতে পুলিশ ও ডিবির এমন অনেক পুলিশ অফিসার, এসআই ও এএসআই আছেন যারা কোন রুটে সোনার বার এবং ইয়াবা পাচার হয়ে আসে তার খোঁজখবর রাখেন সব সময়।

কে কোথায় কিভাবে হুন্ডির টাকা বহন করছে তারও সঠিক তথ্য নিতে সোর্স নিয়োগ করেছেন নগরীতে কর্মরত দারোগারা। সোর্সের মাধ্যমে খবর পাওয়ার পর হুন্ডির টাকা অভিযানের নামে আটকে দিয়ে তা আত্মসাৎ করেন।
পুলিশের ভাষায়, এই অবৈধ কর্মব্যস্তকে বলা হয় ‘‘কাটিং’’। এমন অনেক অফিসারের নাম সিএমপিতে কালো তালিকায়ও রয়েছে। সাধারন ভুক্তভোগীরা এই ধরনের চোরাই মাল বা হুন্ডি আত্মসাতের ক্ষেত্রে অভিযোগ নেননা থানায়।
এতে করে নিজেরাও ফেঁসে যাওয়ার ভয় থাকে। তবে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি অবগত হলে সাথে সাথে তদন্ত করে জড়িত পুলিশ অফিসারদের বরখাস্ত করাসহ শাস্তির আওতায় আনেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.