বোয়ালখালীতে ৭৪ বছর পর নির্মিত হচ্ছে সেতু

0

বাবর মুনাফ : অবশেষে দীর্ঘ ৭৪ বছর পর নির্মিত হতে যাচ্ছে বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গার বুড়া কালি বাড়ি সেতু। এ সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে সরকারের ফ্যাসিলিটিস বিভাগ।

চলতি মাসের ২৯ নভেম্বর পর্যন্ত দরপত্র বিক্রি করা হবে। ৩০ নভেম্বর তা জমা দানের শেষ সময় বলে জানিয়েছেন বোয়ালখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার।
তিনি জানান, ফ্যাসিলিটিস বিভাগের অর্থায়নে বুড়া কালি বাড়ি সেতু নির্মিত হবে। এ সেতু নির্মাণে ৫০ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই নির্মাণ কাজ শুরু হবে বলে জানান তিনি।
আহলা কড়লডেঙ্গা ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান বলেন, এ সেতু নির্মিত হলে বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা-পটিয়া উপজেলার ধলঘাট যাতায়াত সহজতর হবে। এছাড়া দীর্ঘদিনের দু:খ ঘুচবে ৭ গ্রামের লক্ষাধিক মানুষের।
ব্রিটিশ আমলে বোয়ালখালীর দক্ষিন কড়লডেঙ্গা-পটিয়ার ধলঘাট সীমান্তবর্তী হারগাজি খালের উপর বুড়া কালি বাড়ি সেতু নির্মিত হয়। তৎকালীন সময়ে এ অঞ্চল ছিল শিক্ষায় আলোকিত।
ব্রিটিশের দীর্ঘ শাসন আমলেই এ সেতু ভেঙ্গে যায়। এরপর পাকিস্তান শাসন আমল ও স্বাধীন বাংলাদেশের এ সময় পর্যন্ত কেউ উদ্যোগ নেয়নি সেতুটি নির্মাণ বা মেরামতে। ফলে বাঁশের সাঁকো বানিয়ে ৭৪ বছর ধরে পারাপার করছে এ অঞ্চলের মানুষ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.