চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ট্যাং পাউডার জব্দ

0

  সিটিনিউজবিডি  :   চট্টগ্রামে বায়েজিদ থানার রুবি গেইট এলাকায় সজীব কর্পোরেশনের একটি গুদাম থেকে মেয়াদত্তেীর্ণ বিশ হাজার কার্টন ‘ট্যাং’ পাউডার শরবতের গুঁড়া ও বিপুল পরিমাণ নকল লেবেল জব্দ করেছে পুলিশ।
এসময় তিনজনকে আটক করা হয়রোববার বিকাল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েজিদ থানা পুলিশ এসব পাউডার উদ্ধার করে।

আটককৃতরা হলেন, সজীব কর্পোরেশনের কর্মকর্তা ও গুদামটির ম্যানেজার মো. শফিউল্লাহ, স্টোর কিপার মাহবুবুর রহমান এবং স্টোর ইনচার্জ মো. মহিউদ্দিন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রুবি গেইটের সজীব কর্পোরেশনের গুদামে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে আমরা মেয়াদোত্তীর্ণ ট্যাং এর মোড়কের গায়ে নকল লেবেল লাগানোর সময় গুদামের কয়েকজনকে হাতেনাতে আটক করি।’তিনি বলেন, ‘বাজার থেকে ফেরত আনা অবিক্রিত ও মেয়াদোত্তীর্ণ ট্যাং পাউডারের প্যাকেটের গায়ে নতুন করে লেবেল লাগিয়ে বাজারে ছাড়ার প্রস্তুতি নেয়া হচ্ছিলো। এধরনের ২০ হাজার কার্টন ট্যাং শরবতের পাউডার জব্দ করা হয়েছে সজীব কর্পোরেশনের গুদামটি থেকে।’

আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.