কর্ণফুলী টানেল প্রকল্পের স্থান পরিদর্শন করলেন ওবায়দুল কাদের

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে চট্টগ্রামের পতেঙ্গা নেভাল এলাকায় মন্ত্রী টানেল প্রকল্পস্থান পরিদর্শনে যান বলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন।

তিনি বলেন, দুইদিন চট্টগ্রামে অবস্থানের পর সকালে ঢাকা ফেরার আগে টানেলের স্থান পরিদর্শন করেন মন্ত্রী।

এসময় মন্ত্রী টানেলের বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এসময় প্রকল্প পরিচালক প্রকৌশলী ইফতেখার কবির ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিন হাজার পাঁচ মিটার দীর্ঘ এ টানেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে আট হাজার ৪৪৬ কোটি ৬৪ লাখ টাকা, যার মধ্যে চার হাজার ৭৯৯ কোটি ৪৪ লাখ টাকা দেবে চীনের এক্সিম ব্যাংক।

গত ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় এই ঋণচুক্তি হয়। এছাড়া কর্ণফুলী টানেল নির্মাণে চীনের সঙ্গে একটি কাঠামো চুক্তিও হয়েছে।

ওইদিন শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে কয়েকটি প্রকল্পের ফলক উন্মোচন করেন, যার মধ্যে কর্ণফুলী টানেলও রয়েছে।

প্রকল্পের বাকি তিন হাজার ৬৪৭ কোটি ৬৪ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। প্রকল্প বাস্তবায়ন করবে সেতু কর্তৃপক্ষ।

কর্ণফুলী টানেল প্রকল্পের নির্মাণ কাজের পরামর্শক হিসেবে গত মাসে দেশি-বিদেশি ছয় প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে সরকার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.