তৃণমূলে বিশৃঙ্খলা বিরাজ করছে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে-ওবায়দুল কাদের

0

গোলাম সরওয়ার : দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সড়ক পরিবহনের মতো দলের তৃণমূল পর্যায়ে যথেষ্ট বিশৃঙ্খলা বিরাজ করছে।দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন কিন্তু অসম্ভব নয়। সামনে নির্বাচন, সাম্প্রদায়িক উগ্রবাদ। সাম্প্রদায়িক উগ্রবাদে জড়িতরা প্রকাশ্যে হয়তো নিষ্ক্রিয় রয়েছে কিন্তু নেপথ্যে সক্রিয়।
গত শনিবার(১২ নভেম্বর) রাত ৮ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউন্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, আমার জীবনের বেশি সময় অন্ধকারে কেটেছে। বসন্ত খুব কমই এসেছে। কখনো হার মানিনি। আশাকরি সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবো। আমার নেত্রী আপোষহীন। আমি আশাবাদী নেত্রীর ছায়া আছে ।

ওবায়দুল কাদের বলেন, সম্মেলন হয়েছে গণতান্ত্রিক ধারায় । এবারের সম্মেলনের মতো বিশাল আয়োজন অতীতে কখনো হয়নি। জাকজমকভাবে সম্মেলন হয়েছে । দলের সাধারণ সম্পাদক হবার বিষয়টি নেত্রীর কাছ থেকে আরো ছয়মাস আগে সংকেত পেয়েছি। দশ বছর আগে প্রার্থী হয়েছিলাম তাও নেত্রীর নির্দেশে।

 সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, যেসব সংসদ সদস্য নিজ এলাকায় প্রশ্নবিদ্ধ, বিতর্কিত এবং গ্রহণযোগ্যতা হারিয়েছে আগামী নির্বাচনে তাদের মনোনয়নের ব্যাপারে দলীয়ভাবে বিকল্প ব্যবস্থা নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংসদ শামসুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ ছালাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, আলী আব্বাস, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সভাপতি শহীদ উল আলম প্রমুখ।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.