চট্টগ্রামে কর্ণফুলী গ্যাসের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের মামলা

0

সিটিনিউজবিডি : কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জনবল নিয়োগের অভিযোগে সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন দুদকের ঢাকা সদর দফতরের উপ-পরিচালক হৃত্বিক সাহা।

অভিযুক্তরা হলেন- কেজিডিসিএল এর সাবেক এমডি সানোয়ার হোসেন , জামিল আহমেদ আলীম, সাবেক ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, সাবেক সচিব ও বর্তমান ডিএমডি আমীর হামজা, মাহব্যবস্থাপক (প্রশাসন) চৌধুরী আহসান হাবিব ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ সিটিজিনিউজকে বলেন, ‘আজ সকালে কেজিডিসিএল এর সাবেক এমডি সানোয়ার হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক হৃত্বিক সাহা বলেন, ‘২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ৪২ জনের মতো কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি করেছেন এই পাঁচ কর্মকর্তা। প্রাথমিক অনুসন্ধানে বিষয়টির সত্যতা পাওয়ার পর আজ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.