ওবাইদুল হক ছিলেন সাধারণ মানুষের বন্ধু – মহিউদ্দিন চৌধুরী

0

সিটিনিউজবিডি :  সন্দ্বীপের গণ মানুষের প্রিয় নেতা সন্দ্বীপ থেকে ১৯৭০ সালে গণপরিষদ সদস্য, ১৯৭৩ সালে স্বাধীনতাত্তোর নির্বাচিত সন্দ্বীপের ১ম এমপি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ ও সাধারণ মানুষের বন্দু সমাজ সেবক এম. ওবাইদুল হক এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম.ওবাইদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্মরণ সভা চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এম. ওবাইদুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মরহুমের পুত্র সারোয়ার হাসান জামাল শামীমের সভাপতিত্বে এবং স্মরণসভা প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো: সালাউদ্দিন বাবু’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মরহুমের একান্ত আপনজন এ.বি.এম.মহিউদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এম.পি ও রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এম.এ. সালাম, সন্দ্বীপের নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এডভোকেট এ.এম. আনোয়ারুল কবির, এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম, মরহুমের বন্ধুবর আপনজন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি এ.কে.এম. বেলায়েত হোসেন, চসিক ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো: জহুরুল আলম জসিম, স্মরণ সভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: হেলাল উদ্দিন, মরহুমের কন্যা ড. ফেরদৌস জাহান ডলি, প্রফেসর মোহাম্মদ ইউনুছ, ইউসুফ তালুকদার, লায়ন এম.এ. বারী, ব্যাংকার হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির, সাখাওয়াত হোসেন নাছির, মাকছুদুর রহমান, আবু ইউছুপ রিপন, রাজিবুল আহসান সুমন, এম. জাকির হোসেন তালুকদার, কে.এ. কামরুল আহসান উল্ল্যাহ, সাহেদ সারোয়ার শামীম, মোছাদ্দেক আহমেদ, আশেক এলাহী সোহেল, জাহাঙ্গীর আলম সেন্টু, মুজিবুল মাওলা, মনিরুল মাওলা রিপন, শামছুল আলম, শাহাদাৎ হোসেন আশরাফ, মঞ্জুরুল আলম রিমু, হুরে আরা বিউটি, ইয়াছিন মামুন, মিজানুর রহমান বাবু, মাকছুদুর রহমান পারভেজ, নজরুল ইসলাম জাবেদ, সাইফ রাব্বী, রনি প্রমুখ। এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেন, সন্দ্বীপের একমাত্র জনবান্ধব এম.পি ছিলেন এম. ওবাইদুল হক। তিনি জনগণের পার্শ্বে ছিলেন। তিনি ক্রসডেম এমপি হিসেবে এবং আলুর মন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর কাছে পরিচিত ছিলেন। বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন মরহুম এম. ওবাইদুল হক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.