মিয়ানমারে গণহত্যা ও নির্যাতন বন্ধে বিজয় মেলা পরিষদের গণমিছিল

0

সিটিনিউজ :  মিয়ানমারে নির্বিচারে মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের প্রতি দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের আরাকান রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে সরকারের পৃষ্ঠপোষকতায় নৃশংসভাবে হত্যা করছে। বছরের পর বছর এ হত্যাযজ্ঞ চললে বিশ্ব বিবেক আজও নিরব।

আজও রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের নাগরিকত্ব পায়নি, বর্তমানে তারা নিজ দেশে পরবাসী। অথচ অনেক মুসলিম দেশে উগ্রবাদী সন্ত্রাসী আখ্যা দিয়ে সাম্রাজ্যবাদীরা একের পর এক গণহত্যা চালাচ্ছে। কিন্তু মিয়ানমার, ফিলিস্তিন, ইরাক সহ বিভিন্ন দেশে নির্যাতন বন্ধে কারো উদ্যোগ নেই।

রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের বিতারণ ও মানবতা বিরোধী আচরণের প্রতিবাদে আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিতব্য বা’দ জুমআ মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে গণমিছিলে উপস্থিত থাকার জন্য মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী আহবান জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.