বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে প্রহারের ঘটনায় গ্রেপ্তার ১

0

সিটিনিউজবিডি : বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধাকে প্রহারের ঘটনায় জামাল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

জামালের বাড়ি মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে।

প্রহারে আহত মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম বলেন, বৃহস্পতিবার দুপুরে ডিবি পুলিশের একটি দল জামালকে গ্রেপ্তার করে। এ ছাড়া অন্য আসামিদের আটকের চেষ্টা চলাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, সোমবার নিশানবাড়িয়া ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু তার নিজের অফিসে আশরাফ আলীকে ডেকে নিয়ে গিয়ে প্রহার করেন।

এ ঘটনার পর আশরাফ আলীর ছেলে রাসেল হাওলাদার বাদী হয়ে বাচ্চু ও তার ১৫ সহযোগীকে আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে ঘটনার প্রতিবাদে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করে। আসামিদের গ্রেপ্তার করা না হলে বিজয় দিবসের সকল সরকারি অনুষ্ঠান মুক্তিযোদ্ধারা বর্জন করবেন বলে মুক্তিযোদ্ধা সংসদ আল্টিমেটাম দিয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.