কর্ণেলহাটে বাসচালককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

0

সিটিনিউজবিডি : নগরীর কর্নেলহাট এলাকায় বাসচালককে ট্রাফিক কনস্টেবলের মারধরের জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা।

পরে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা গিয়ে অভিযুক্ত ট্রাফিক কনস্টেবলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কয়েক’শ শ্রমিক সড়ক অবরোধ করে। প্রায় আধাঘণ্টা স্থায়ী ছিল এই অবরোধ।

সূত্রমতে, নগরী থেকে সীতাকুণ্ড রুটের একটি বাসের চালককে পার্কিং করা নিয়ে মারধর করেন কর্নেলহাট এলাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল। ঘটনাটি দেখে অন্যান্য পরিবহনের শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা বিভিন্ন যানবাহন সড়কে এলোপাতাড়ি রেখে প্রতিবাদ শুরু করে। এসময় তারা সড়কের উপর বসে স্লোগান দিয়ে প্রতিবাদ শুরু করে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান বলেন, ট্রাফিক কনস্টেবলের সঙ্গে পরিবহন শ্রমিকদের ভুল বোঝাবুঝি হয়েছিল। রাস্তায় এটা হতেই পারে। আমরা গিয়ে বলেছি, তোমরা আগে অবরোধ তুলে নাও। লিখিত অভিযোগ দিলে আমরা কনস্টেবলের বিরুদ্ধে অ্যাকশন নেব।

স্থানীয় আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, অবরোধ বেশিক্ষণ ছিল না। সামান্য যানজট হয়েছিল। তবে আমরা গিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনেছি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.