হাইকোর্টের সার্কিট বেঞ্চের দাবিতে গণতান্ত্রিক আইনজীবী সমিতির মানববন্ধন

0

সিটিনিউজবিডি : বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানের জমায়েত অাজ বেলা ১টায় কোর্ট বিল্ডিং চত্বরে সংগঠনের সভাপতি সিনিয়র এড. শম্ভু নাথ নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মুজিবুল হক, সাধারণ সম্পাদক এড. রতন রায়, সাবেক জেলা পিপি আবুল হাশেম, সাবেক সাধারণ সম্পাদক এড. হুমায়ূন কবীর রাসেল, সিনিয়র এড. হৃষিকেশ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক এড. অশোক দাশ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমান জাহাঙ্গীর, সিনিয়র এড. নাজিম উদ্দিন, সিনিয়র এড. আবুল কাশেম, সিনিয়র এড. আবু হানিফ, এড. সৈয়দ কামাল উদ্দিন, এডিশনাল পিপি নাছির উদ্দিন, স্পেশাল পিপি কানু রাম শর্মা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এড. অপূর্ব চরণ দাশ।
বক্তারা গণতান্ত্রিক আইনজীবী সমিতির চট্টগ্রামে হাইকোটের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবিতে মানববন্ধনের সাথে একমত পোষন করে অবিলম্বে বাংলাদেশের সংবিধানের ১০০ ধারার আলোকে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের জোর দাবি জানান। চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী করার দাবি চট্টগ্রামের আপমর জনগণের দাবি। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার দাবির সাথে সহজে উচ্চতর আদালতের বিচার প্রাপ্তির দাবি তথা চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন পরিপূরক ও সমার্থক দাবি হয়। বক্তারা দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি চট্টগ্রামবাসীর প্রাণের দাবি হয়। উক্ত দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়নে গড়িমসি করলে প্রয়োজনে চট্টগ্রামের আদালত সমূহে কর্ম বিরতিসহ কঠোর কর্মসূচি প্রদানে চট্টগ্রামের আইনজীবী সমাজ বাধ্য হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.