সাংবাদিকরাই পারে সমস্যা, সম্ভাবনা ও জাতির সেবায় নিয়োজিত করতে-মেয়র নাছির

0

নিজস্ব প্রতিনিধি :   মেয়র আ জ ম নাছির বলেন, সাংবাদিকরাই পারে চট্টগ্রামের সমস্যা, সম্ভাবনা ও করণীয় নির্ধারণে লেখনীর মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত করতে ।

সাপ্তাহিক ‘চাটগাঁর ¬সংবাদ’ এর ৪র্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে গতকাল শুক্রবার বিকেল ৪টায় ডি.সি হিলে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব বলেন।

গতকাল শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে র‌্যালীযোগে ডি.সি হিলে প্রবেশের মধ্য দিয়ে চাটগাঁর সংবাদ‘র ৪র্থ বর্ষপূর্তি ২দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ১ম দিনের আলোচনা অনুষ্ঠানে চাটগাঁর সংবাদ‘র সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ লতিফ এম.পি, চবি‘র প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ, ওয়াসিকা আয়েশা খান এম.পি, চট্টগ্রাম জেলা প্রশাসক মো: সামশুল আরেফিন। এতে বক্তব্য রাখেন বার আউলিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. অধ্যক্ষ রেজাউল কবির, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ফতেয়াবাদ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মুসলিম চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার আব্দুল গাফফার চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক নেছার আহমদ চৌধুরী, আর.এফ বিল্ডার্স এর স্বত্বাধিকারী হাজি দেলোয়ার হোসেন, চিটাগাং প্রাপ্রার্টি ম্যানেজমেন্ট লি: এর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ হাবিবুর রহমান খোকন, বিশিষ্ট সমাজসেবক নুরুল কবির চৌধুরী, জেএমজি ফার্নিচারের স্বত্বাধিকারী, হোটেল সী বার্ড এর স্বত্ত্বাধিকারী মুজিবুর রহমান, মখছুদুর রহমান, সৈয়দ গোলাম নবী, সোহেল মুহম্মদ ফখরুদ দীন, আবু হুমায়ুন টিটু, জীবন ভদ্র, সোহেল তাজ, এস.কে সাগর, আবছার উদ্দীন লিটন, জাহিদ হাসান, মোস্তফা হাসান, মামুনুল হক, ডা: প্রভাষ চক্রবর্তী, উতপল বড়ুয়া, সাব্বির, সৈয়দ শিবলী ছাদেক কফিল, শংকর দাশ, মঈনুল ইসলাম শাহীন, মাহমুদুল হক, খোকন সুশীল, সাইফুদ্দীন, নাছির উদ্দিন মোল্লা প্রমুখ। জমকালো এ আয়োজনে সংগীত পরিবেশন করেন, গীতা আচার্য ও শিমুল শীল, অর্পিতা ভদ্রসহ রেডিও টিভির খ্যাতনামা শিল্পীরা।

 মেয়র আ.জ.ম নাছির বলেন,  চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে পরিণত করতে সাংবাদিকদের ভুমিকা অপরিহার্য । এ ধরনের উদ্যেগ চাটগাঁর সংবাদ এর সম্পাদক নুরুল আবছার একজন প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান কর্মী হিসেবে সে কাজটি এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভুমিকা পালন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে এম.এ লতিফ এমপি বলেন, সাংবাদিকরা পজেটিভ নিউজ করার মধ্য দিয়েই জনমত গঠনে ও সমস্যা চিহ্নিত কওে সমাধানে প্রশাসন ও সরকারকে সহযোগিতা করতে পারে। ওয়াসিকা আয়েশা খান এম.পি বলেন, চাটগাঁর সংবাদ এর উত্তরোত্তর সাফল্যে আমিসহ আপনারা সকলে অংশীদার হবেন এ আশাবাদ ব্যক্ত করছি। উপাচার্য প্রফেসর আরিফ বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, তাই সংবাদপত্রই জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভুমিকা পালন করতে পারে। জেলা প্রশাসক সামশুল আরেফিন বলেন, চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের পাশাপাশি আমিও ভুমিকা রাখতে চাই।

উল্লেখ্য যে আজ শনিবার(২৬ নভেম্বর), ডি.সি হিলে বিকেল ৩টায় দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যা ড. অনুপম সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি, সিডিএ চেয়ারম্যান আবদুচ সালাম, চিটাগাং চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ নুরুল নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ। সভাপতিত্ব করবেন দৈনিক আজাদী সম্পাদক এম.এ মালেক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.