বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি, নগরবাসী ভোগান্তিতে

0

 

সিটিনিউজবিডি  :     চট্টগ্রামে  গত দুইদিনের টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন জায়গায় পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী।  এদিকে টানা বৃষ্টির কারণে সড়কে গণপরিবহন চলাচল কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে পরিবহন সংকট ।

মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে আগ্রাবাদের সিডিএ এলাকা,হালিশহর,  শুলকবহর, হালিশহর, আগ্রাবাদ কে ব্লক, কাপাসগোলা, চকবাজারসহ, মুরাদপুর, ২নং গেইট, হামজারবাগ, মোহাম্মদপুর,নগরীর কয়েকটি নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।  এসব নিচু এলাকার সড়ক ছাপিয়ে বৃষ্টির পানি দোকানপাট-ব্যবসায় প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে। 1434563568

এদিকে বৃষ্টির কারণে যান চলাচল কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে কর্মজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লুঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  একইসঙ্গে ভারী বর্ষণ হতে পারে। দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর ও নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.