মহীয়সী নারীদের পদচারণায় উদ্ভাসিত হবে চট্টগ্রাম- আ জ ম নাছির

0

চট্টগ্রাম :  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য প্রায় প্রতিটি ক্ষেত্রে এগিয়ে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এই অগ্রযাত্রায় নারীদের ভূমিকা কম নয়। তাদের পদচারণায় মুখরিত হবে চট্টগ্রাম।

আজ শনিবার (২৬ নভেম্বর) বিকেলে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামের মাঠে চট্টগ্রাম ফ্ল্যামভিউ ক্লাবের উদ্যোগে ‘আইকন চাটগাঁ’ শিরোণামে আলোচনা সভা ও বিভিন্ন শ্রেনী ও পেশার নারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথাগুলো বলেন। চট্টগ্রাম ফ্ল্যামভিউ ক্লাবের প্রধান উপদেষ্টা ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও সংগঠনের কার্যকরী সভাপতি সৈয়দা ফয়েজুন্নেছা ইফা ও আমজাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন।

এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন, বর্তমান সমাজে নারীদের অবদান সমাজ ও সভ্যতাকে নতুন গতি দিয়েছে। মহীয়সী নারীদের নিয়ে চট্টগ্রাম ফ্ল্যামভিউ ক্লাবের এবারের আয়োজন ‘আইকন চাঁটগা’ চট্টগ্রামের নারীদের এগিয়ে দেবে আরও কয়েক ধাপ।  প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, নারী বঞ্চনার তিক্ত অতীত পেরিয়ে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেকদূর এগিয়েছে। বাংলাদেশে নারী মুক্তির ইতিহাস দীর্ঘদিনের, স্বাধীনতা যুদ্ধে নারীর সরাসরি অংশগ্রহণ থেকে শুরু করে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়।

সভাপতির বক্তব্যে ইয়াসির আরাফাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশের নারী সমাজের বঞ্চনা, নির্যাতন, নিগ্রহ আর পিছিয়ে পড়ার ইতিহাসকে বদলে দিয়ে নতুন ও সম্ভাবনার ইতিহাস সৃষ্টি হয়েছে। আমাদের বিশ্বাস নারীরাও সমান অধিকার নিয়ে এগিয়ে আসবে।

উল্লেখ্য যে, অনুষ্ঠানে বিভিন্ন কর্মকা-ের স্বীকৃতিস্বরূপ ১০জন নারীকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিতরা হলেন, মুক্তিযুদ্ধে শহীদ জায়া বেগম মুশতারী শফি, সমাজসেবায় প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খাঁন, শিক্ষাবিদ মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, চিকিৎসায় বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রেশমা ফিরোজ, উন্নয়নে সহকারী রাজস্ব কর্মকর্তা রুখসানা বেগম, সাংবাদিকতায় দীপ্ত টিভি বিভাগীয় ব্যুরো চীফ লতিফা আনসারী রুনা, ক্রীড়ায় চিটাগাং ডিভিশনাল উইমেন স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শমীষ্ঠা রায়, কর্মজীবী সহকারী লোক মাস্টার রেহেনা আবেদিন, আইনজীবী এডভোকেট জুবাইদা ছরওয়ার চৌধুরী (নিপা) এবং বিশেষ সম্মাননা দেওয়া হয় উন্মে হাবিবা চৌধুরী, উন্মে সালিমা চৌধুরী, উন্মে তাসলিমা চৌধুরী ও উন্মে তানজিলা চৌধুরী। অনুষ্টানে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ প্রফেসর নিছার উদ্দীন আহমেদ, ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংগঠনের সভাপতি এস এম জুনায়েদ এ্যালেন। এতে আরো উপস্থিত ছিলেন শহিদুল কাউসার, আবুল বশর, মোহাম্মদ খালেদ, দীর্ঘতম বড়ুয়া দীঘু, ফয়সাল বাপ্পী, মহিউদ্দিন মাহী, অসিউর রহমান, রাশেদুল আরেফিন জিসান, বোরহান উদ্দিন গিফারী, মোস্তফা কামাল, সংগঠনের সাধারন সম্পাদক সামির ওয়াসিক ইমেল,সাংগঠনিক সম্পাদক মোরশেদ খান, সুমন শাহরিয়ার, আরধ্য রহমান পিহু, নাহিয়ানা আখি, আরিয়ান রিফাত,ইসরাত তাবাস্সুম, জুয়েল আরেফিন, ইমরান সহ অন্যরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.