চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে অব্যাহতি

0

চবি প্রতিনিধি :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চবি ছাত্রলীগের পাঁচ দফা দাবির একটি মেনে নিয়ে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বোচ্চ সিদ্ধান্তে সহকারী প্রক্টর পদ থেকে আনোয়ার হোসেন চৌধুরীকে অব্যহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে সদ্য অব্যাহতি পাওয়া শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমি এখনো বিষয়টি জানি না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এমন কোনো সিদ্ধান্ত নিলে তা আমাকে মানতে হবে।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ পাওয়া যায়।

ঘটনার দুইদিন পর ২৩ নভেম্বর ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয় আত্মহত্যার ফলে শ্বাসরোধ হয়ে দিয়াজের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবার এ প্রতিবেদন প্রত্যাখান করে দিয়াজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে।

পরবর্তীতে ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.