কিছুক্ষনের মধ্যে নায়েক রাজ্জাক আসছে

0

সিটিনিউজবিডিঃ  কিছুক্ষনের মধ্যে দেশে ফিরছেন বিজিবির নায়েক আবদুর রাজ্জাক । তাকে ফিরিয়ে আনতে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দিনের মধ্যে মিয়ানমার যাচ্ছেন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন টেকনাফে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ। মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠকের মধ্য দিয়ে আজ রাজ্জাককে ফেরত দেওয়া হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সমকালকে বলেন, পতাকা বৈঠকের মধ্য দিয়ে নায়েক রাজ্জাককে আজ ফেরত আনা হবে।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, আবহাওয়া ভালো থাকলে বিজিবি প্রতিনিধি দল আজ মিয়ানমারে যাবে। সেখানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে নায়েক রাজ্জাকের বিষয়টির চূড়ান্ত সমাধান হবে। প্রতিনিধি দলের সদস্যরা রাজ্জাককে নিয়ে ফিরবেন। এদিকে গতকাল বুধবার মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে চিঠি দেওয়া হয়। রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমার যেতে বাংলাদেশের প্রতিনিধি দলের নাম জানানোর অনুরোধ করা হয় ওই চিঠিতে। মিয়ানমারের চিঠির জবাবে পাল্টা চিঠিতে বাংলাদেশের ছয়জনের একটি প্রতিনিধি দল সেখানে যাবে বলে জানানো হয়। বৈঠকে বিজিবির অপহৃত নায়েক আবদুর রাজ্জাককে হাজির করা হবে। তার যেসব জিনিস তারা নিয়েছে, তাও ফেরত দেবে মিয়ানমার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.