ফল প্রকাশ হবে কি!

0

সিটিনিউজবিডিঃ চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীতে ভর্তি’ইচ্ছু শিক্ষার্থীদের ফল প্রকাশে ৩য় দফায় ব্যর্থ হয়েছে ঢাকা শিক্ষ্যা বোর্ড। গত ২৫ জুন ফল প্রকাশের কথা থাকলেও কারিগরি সমস্যার কারনে এখনো তার সমাধান করতে পারেনি বোর্ড। এতে ভর্তির আবেদন কারী ১২ লাখ শিক্ষার্থী অনিশ্চয়তা ও উতকণ্ঠার মধ্যে। সবার একটাই প্রশ্ন ফল প্রকাশ হবে কি?

শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষাবোর্ডের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ওয়েবসাইটে(www.xiclassadmission.gov.bd ) ফল প্রকাশের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ফল প্রকাশে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ শনিবার সকাল সাড়ে আট,টায় (৮:৩০) ফল প্রকাশের কথা জানায় একই ওয়েবসাইটে। সর্বশেষ আজ শনিবার (২৭জুন) সকাল ৮:৩০ মিনিটে ফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু এখন শিক্ষাবোর্ড বলছে, “ফলাফল প্রক্রিয়ার কাজ চলছে, খুব শীগ্র’ই তা জানিয়ে দেওয়া হবে’। বোর্ড বলছে বুয়েটের আইটি সহায়তার তারা ফলাফল প্রকৃয়ার কাজটি করছে। আবেদন কারী দেশি হওয়ায় এমনটা হচ্ছে বলে জানান, শিক্ষাসচিব নজরুল ইসলাম খান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.