মিয়ানমারে গণহত্যা বন্ধ না করলে দূতাবাস ঘেরাও হবে- ছাত্র সমাজ

0

সিটিনিউজবিডি :   মিয়ানমারের চলমান গণহত্যা বন্ধ না করলে জাতীয় ছাত্র সমাজ ছাত্র জনতাকে সাথে নিয়ে দূতাবাস ঘেরাও করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারী উচ্চারন করেছেন সংগঠনের নগর আহবায়ক নজরুল ইসলাম।

তিনি বলেন, বিশ্ব বিবেক আজ লজ্জিত, মানবাধিকার নিরবে ঘুমিয়ে ঘুমিয়ে মুসলিম গণহত্যা দেখছে। জাতি সংঘ ও আইসিও কার্যকর কোন পদক্ষেপ নিতে না পারাটা অত্যন্ত দু:খজনক। এ থেকে বুঝা যায় মানবাধিকার ও মানবতা বিক্রিত হয়ে গেছে।

তিনি আরো বলেন, বিশ্ব মুসলিম জনতা রাজপথে নেমে এসেছে এ গণহত্যার বিরুদ্ধে। শুধু মুসলিম নই, কোন বিবেকবান মানুষ এমন নৃশংস হত্যা নির্যাতন মেনে নিতে পারেনা। তাই বিভিন্ন ধর্মের লোকেরাও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে নেমে এসেছে। অবিলম্বে এ গণহত্যা বন্ধ করুন। অন্যথায় নগর জাতীয় পার্টির দূর্দিনের কান্ডারী জননেতা সোলায়মান আলম শেঠের নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে জাতীয় ছাত্র সমাজ মিয়ানমারের দূতাবাস ঘেরাও কর্মসূচী দিতে বাধ্য হবে।

শুক্রবার মিয়ানমারের নিরহ রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর নব্য হিটলার সুচি কর্তৃক নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে জাতীয় ছাত্র সমাজ কোতোয়ালী থানা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ছাত্রনেতা সুমন বড়ুয়ার সভাপতিত্বে ও ছাত্রনেতা এহসান আল-কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে আমন্ত্রীত অতিথির বক্তব্য রাখেন নগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল আলম দুলাল, দপ্তর সম্পাদক ছবির আহমদ, নগর জাতীয় ছাত্র সমাজের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, হাসান উদ্দিন, সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের যুগ্ন আহবায়ক কাজেমুল হাসান শাহেদ , সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মাদারবাড়ী নিউ ব্লুনমুন সংগঠনের সভাপতি সাইফুদ্দিন বারী তুষার, ও উপস্থিত ছিলেন ব্লুনমুনের সাধারন সম্পাদক কায়ছার জাবেদ, সালাহ উদ্দিন, কোতোয়ালী থানা ছাত্র সমাজ নেতা বাহাদুর, লীটন, আশিক, বাকলিয়া থানা ছাত্র সমাজ নেতা এস এম জাহেদুল হক, ডবলমুরিং থানা ছাত্রনেতা ইমন, সাজু, মনির, সাইফুল, সদরঘাট থানা ছাত্র সমাজ নেতা ওসমান ফারুক শুভ, হালিশহর ছাত্র সমাজ নেতা আকাশ শীল, সায়েম, আশরাফ, পাহাড়তলী ছাত্র সমাজ নেতা রিয়াজ, মহরম আলী, সিটি কলেজ ছাত্রনেতা আব্দুর রহমান আবেদ, রাকিব, সাগর, শাকিব সহ নগর জাতীয় ছাত্র সমাজ ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.