পটিয়ায় উপজেলা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংগঠনিক কর্মশালায় সম্পন্ন

0

 সিটিনিউজবিডি   :  পটিয়ায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সংগঠনের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক তৃনমুল সমাবেশ ও সাংগঠনিক কর্মশালায় প্রধান অতিথি দক্ষিন জেলা আ.লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের ৬৬ বছর অতিক্রান্ত হয়েছে। গত ৬৬ বছরে অঙ্কুর থেকে বিশাল মহীরুহে পরিনত হয়েছে এদল। জাতির জনক বঙ্গবন্ধুর অবিস্মরণীয় নেতৃত্বে বাঙ্গালী জাতির সবচেয়ে বড় অর্জন প্রিয় মাতৃভুমির স্বাধীনতা।

আওয়ামীলীগ মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধত্তোর পুনর্গঠন এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর অদ্যাবদি সামরিক শাসন বিরোধী গনতান্ত্রিক আন্দোলন, সন্ত্রাসবাদ- জঙ্গিবাদ বিরোধী আন্দোলনসহ বাঙ্গালী জাতীর প্রতিটি সংগ্রামে বাংলাদেশ আওয়ামীলীগ নেতৃত্ব দিয়েছে। নির্বাচনের সময় নৌকার প্রার্থীদের বিরোধীতাকরীদের থেকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
উদ্বোধক পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, ধর্ম নিরপেক্ষ- অসম্প্রদায়িক রাজনীতি, বাঙ্গালি জাতিয়তাবাদ, বহুত্ববাদী গনতান্ত্রিক সংস্কৃতি, শোষনমুক্ত সাম্যের সমাজ নির্মান তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক নবতর সংগ্রামে নিয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য এক উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় অবিচল নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও দৃড়তার সহিত সর্বতোভাবে আত্মনিয়োগ করতে আওয়ামীলীগের নেতৃবৃন্দেও প্রতি আহবান জানিয়ে দলের নেতাকর্মীদের তৃনমুলে সুসংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।
গতকাল শনিবার মনসার টেক¯’ সুগন্ধা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মশালা উপজেলা আ.লীগ সভাপতি এম. রাশেদ মনোয়ারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিন জেলা আ.লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন দক্ষিন জেলা আ.লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক মহিলা সাংসদ বেগম চেমন আরা তৈয়ব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, দক্ষিন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ.কে.এম আবদুল মতিন, দেবব্রত দাশ, এড. আবদুর রশিদ, নাছির আহমেদ চেয়ারম্যান, বিজন চক্রবর্তী, পৌরসভা আ.লীগের সভাপতি পৌরমেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সম্পাদক আলমগীর আলম, দক্ষিন জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক বেলাল উদ্দিন, এম. এজাজ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি কোরবান আলী, সাধারন সম্পাদক মোহাম্মদ সোহেল, কলেজ ছাত্রলীগ সভাপতি নাজমুল সাকের সিদ্দিকী, সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.