সাংবাদিকদের কাছে ধর্ম-বর্ণ বিবেচ্য নয়, সকলের কথা বলেন তারা

0

নিজস্ব প্রতিনিধি :  অসহায় মানুষের অধিকারের কথা বলে সাংবাদিকরা ।সাংবাদিকরা জাতির বিবেক। দেশের ক্রান্তিকালে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেন।সাংবাদিকদের কাছে ধর্ম-বর্ণ বিবেচ্য নয়, তারা সকলের কথা বলেন ।বিপদের বন্ধু সাংবাদিক। তাদের ওপর ন্যক্কারজনক আক্রমণ হয়েছে। জাতির বিশ্বাসের স্থানে আঘাত হেনেছে। দুষ্টুদের বিচার হতে হবেে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত সমাবেশে বক্তারা এসব বলেন।

চট্টগ্রাম প্রেসক্লাবে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা । আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি জানান।

 সকলের কথা বলেন তারা

পরিষদের সহসভাপতি অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম এ সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ হারুণ, ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শ্রমিক নেতা সফর আলী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইয়াকুব সিরাজউদ্দিন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতা অ্যাডভোকেট তপন কান্তি দাশ, কাজল দত্ত, অ্যাডভোকেট চন্দন তালুকদার, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন, নকলনবিশ সমিতির বিভাগীয় সভাপতি মো. হোসাইন প্রমুখ।

সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, এম নাসিরুল হক, মোস্তাক আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মঈনুদ্দিন কাদেরী শওকত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ প্রমুখ।

সাংবাদিকরা জাতির বিবেক
সাংবাদিকরা জাতির বিবেক

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, প্রেসক্লাবের সহসভাপতি সালাহ উদ্দিন রেজা, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাবেক যুগ্ম সম্পাদক ম শামসুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক কাজী মহসিন, সাবেক অর্থ সম্পাদক শুকলাল দাশ, সিইউজের সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক উজ্জ্বল ধর, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক গোলাম মাওলা মুরাদ, স্থায়ী সদস্য নূর মোহাম্মদ রফিক, মিন্টু চৌধুরী, মামলার বাদী রমেন দাশগুপ্ত, সম্মিলিত শিল্পী সমাজের সাধারণ সম্পাদক ফরিদ বঙ্গবাসী, সংস্কৃতি সংগঠক দেওয়ান মাকসুদ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.