চসিক কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ট্র্যাকিং শুরু হচ্ছে

0

স্টাফ রিপোর্টারঃ অনেক জল্পনা কল্পনার পর চলতি সপ্তাহে চালু হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের কাজে ফাঁকি রোধে কঠোর মনিটরিং ব্যবস্থা। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে আজ অথবা কাল থেকে চালু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এর আগে ১ জুন থেকে মনিটরিং ব্যবস্থা চালুর কথা থাকলেও জটিলতার কারনে তা সম্ভব হয়নি। সিটি কর্পোরেশনের আইটি কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আমাদের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আমরা সকল কর্মকর্তা কর্মচারীদের তথ্য সম্বলিত ডাটাবেজ তৈরী করেছি।

আগামী বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে চালু করা হতে পারে। গ্রামীনফোন আমাদের একটি সফটওয়্যার প্রদান করবে। এই সফটওয়্যারের পাসওয়ার্ড নিয়ে আমরা কর্পোরেশনে বসে মনিটরিং করবো। এ ব্যাপারে গ্রামীন ফোনের সাথে গত মার্চ মাসে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিটি কর্পোরেশনকে ১ হাজার সিম ও ৬শ হ্যান্ডসেট সরবরাহ করবে গ্রামীনফোন। প্রতি সিমের পরিবর্তে ৫০ টাকা করে ৫০ হাজার টাকা গ্রামীনফোনকে পরিশোধ করবে সিটি কর্পোরেশন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.