চট্টগ্রামে মাসব্যাপী বিজয় মেলা শেষ : সরানো হয়নি সরঞ্জাম

0

গোলাম সরওয়ার :  চট্টগ্রাম শহরে গুরুত্বপূর্ণ খেলার মাঠগুলো মেলার দখলে। বিশেষ করে নগরীর আউটার স্টেডিয়াম, পলোগ্রাউন্ড মাঠ, হালিশহর আবাহনী মাঠ। দীর্ঘ সময় ধরে চলা মেলার কারণে খেলতে পারছে না নগরীর শিশু-কিশোররা। সারা বছরই কোন না কোন মেলা, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন তাদের কর্মসূচীর জন্য এসব মাঠগুলো দখল রাখে।চট্টগ্রাম স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে মাসব্যাপী চলা মুক্তিযুদ্ধের বিজয়মেলা গত ১০ দিন শেষ হলো কিন্তু এখনো সরানো হয়নি মেলায় বসানো বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সরঞ্জাম।খেলোয়াড়রা কোন প্রশিক্ষণ কিংবা খেলাধুলা করতে পারছে না এসব থাকার কারনে । খেলার মাঠ দখল ও কর্তৃপক্ষের কনো পদক্ষেপ না থাকায় দুঃখ প্রকাশ করেন অনেক ক্ষুব্ধ ক্রীড়ামোদীসহ এলাকার অভিভাবকরা ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.