নগরীতে নকল স্বর্ণ আসল স্বর্ণ প্রতারণা : ২টি অটোরিক্সাসহ ৮ গ্রেফতার

0

সিটিনিউজ ডেস্ক :  গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবাৎ চট্টগ্রাম মহনগরীর ও পাশ্ববর্তী এলাকায় নকল স্বর্ণের বারকে আসল স্বর্ণের বার বলে বিক্রয় করে সাধারণ জনগণের সাথে প্রতারণা করছে দীর্ঘদিন যাবৎ।

আজ শনিবার(১৪ জানুয়ারী) বেলা ০৩.১৫ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক জনাব কেশব চক্রবর্তী’র নেতৃত্বে এসআই/সেকান্দার আলী, এসআই/রতন কান্তি দে, এএসআই/আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বায়েজীদ বোস্তামী থানাধীন হাটহাজারী রোডস্থ বালুছড়া মেইলের কোনা সিকদারের চা দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ০৮ সদস্যকে ০৫টি নকল স্বর্ণেরবার ও ০২টি অটোরিক্সা সহ হাতে নাতে গ্রেফতার করেন।

নগরীতে নকল স্বর্ণ আসল স্বর্ণ প্রতারণা : ২টি অটোরিক্সাসহ ৮ গ্রেফতার
২টি অটোরিক্সা আটক

গ্রেফতারকৃত আসামীরা হলো ১) আছমা বেগম (৩০), স্বামী-নুর আলম, সাং-জাহিদা গুনা, এনামের বাড়ি, থানা-মহেশখালী, জেলা-কক্সাবাজার, বর্তমানে-অক্সিজেন নওয়ার হাট, আরাফাত গার্মেন্টস এর সামনে সহিদের ভাড়া ঘর, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ২) রোকেয়া বেগম (২৮), স্বামী-ইসমাইল হোসেন, সাং-বাঙ্গাল হালিয়া, কারিগর পাড়া, বাদলের বাড়ি, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-রাস্তার মাথা, মোহাম্মদ আলীর বাড়ি, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৩) মোঃ বাদশা (২০) পিতা-মৃত-আব্দুল হাই, পশ্চিম টেকপাড়া, আব্দুল হাইয়ের বাড়ি, থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটি, বর্তমানে-টেনারী বটতল, সাত মুছা গার্মেন্টস এর পশ্চিম পার্শ্বে তোফাজ্জল সওদাগরের ভাড়া ঘর, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৪) মোঃ সোলেমান (৩২), পিতা-মোঃ রুস্তম শেখ, সাং-পূর্ব খাদিম পাড়া, শফি চৌধুরীর বাড়ি, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-টেনারী বটতল, সাত মুছা গার্মেন্টস ইব্রাহীম কমিশনারের বাড়ি, থানা-বায়েজীদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৫) মোঃ নুর উদ্দিন (২৪), পিতা-নুর আহাম্মদ, সাং-উত্তর ফটিকছড়ি, দাউদের টিলা, কালা মিয়ার বাড়ি, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বাস সিগন্যাল, গোলাম গাছতল, ইনচার্জ মুরাদের কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৬) মোঃ ইদ্রিস (৫১), পিতা-মৃত ইউনুছ মিয়া, সাং-দেওয়ান নগর, দানু ড্রাইভারের বাড়ি, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, ৭) মোঃ শহিদুল ইসলাম (২৮), পিতা-আব্দুস সালাম, সাং-পাটা ঘাটা, নুরু চকিদারের বাড়ি, থানা-মোটবাড়িয়া, জেলা-ফিরোজপুর, বর্তমানে-টেনারী বটতল নয়ামাজার রফিকের ভাড়াঘর, থানা-বায়েজীদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৮) মোঃ হাসান (২৪), পিতা-জহিরুল ইসলাম, সাং-আসকুরিয়া পাড়া, সালে আহাম্মদের বাড়ি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বকশীনগর নয়ারহাট, থানা-বায়েজীদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম।

উল্লেখ্য, আসামীরা প্রতারণা করার জন্য এক জায়গায় মিলিত হইলে গোয়েন্দা পুলিশের টিম তাহাদেরকে হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বায়েজীদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.