খাতুনগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ

0

 সিটিনিউজবিডি  :   দেশের সর্ববৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে চুরি মামলায় এক খালাসি শ্রমিককে গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভ করেছে খালাসি শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সকল প্রকার পণ্য উঠানামা করা বন্ধ রাখে শ্রমিকরা।

পরে ব্যবসায়ী নেতা ও পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে পুনরায় কাজে যোগদান করে শ্রমিকরা।

কোতোয়ালি থানার উপ পরিদর্শক (সেকেন্ড অফিসার) মঈন উদ্দিন বলেন, খাতুনগঞ্জের বার আউলিয়া কমিশন এজেন্ট নামে পেঁয়াজের আড়তদার আবদুল মান্নান বুধবার থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরে আড়ত থেকে চুরির অভিযোগে পুলিশ রাতে খালাসি শ্রমিক সাহাবউদ্দিনকে(৪০) গ্রেফতার করে। সাহাবউদ্দিনকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সকল প্রকার পণ্য উঠানাম করা বন্ধ রাখে শ্রমিকরা।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতি, স্থানীয় কাউন্সিলর, খালাসি শ্রমিক ও পুলিশের সমন্বয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সাহাবউদ্দিন নির্দোষ হলে তাকে আইনীভাবে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।

বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং সাহাবউদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই মঈনউদ্দিন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.