ঈদ যাত্রায় ভোগান্তির আশংকা

0

জুবায়ের সিদ্দিকীঃ   চলতি বর্ষা মৌসুমে কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহড়ী ঢলে সৃষ্ট বন্যায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে, চট্টগ্রাম-হাটাজারী-রাঙ্গামাটি-খাগড়াছড়ি এবং মহাসড়ক বিভিন্ন স্হানে সাম্প্রতিক সময়ে রাস্তাগুলো সম্মুখিন হয়েছে।

অনেক স্হানে পিচ ঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দক। এতে করে আসন্ন ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্খা প্রকাশ করেছেন নানা শ্রেনীর পেশার মানুষ। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলেছেন, সৃষ্ট খানা খন্দক ঈদের আগেই মেরামত করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন। জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে ও সড়ক-মহাসড়ক যানযটমুক্ত রাখতে আগাম প্রযুক্তি মূলক ব্যবস্হা গ্রহন করা হয়েছে।

ঈদের পূর্বপরএক সপ্তাহে মহাসড়কে জেলা পুলিশের ট্র্যফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের সদ্যরা সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.