‘রান্নার সময় নয় ঘুমানোর সময় গ্যাস আসে’

0

এম এ মজিদ::আব্দুর রশিদ।পেশায় ব্যবসায়ী।তিনভাই মিলে ছোট একটি বাসা নিয়ে থাকেন নগরীর বহদ্দারহাট এলাকায়।দোকানের কাজ সেরে বাসায় আসেন রান্না করতে।তরি-তরকারি কাটার পর চুলা জ্বালাতে গেলেই দেখেন গ্যাস নেই।হোটেল থেকে রাতের খাবার খেয়ে রাত ১২ টার দিকে ঘুমানোর সময় চুলা জ্বালিয়ে দেখেন গ্যাস জ্বলছে।তিনি আক্ষেপ করে বলেন, ‘রান্নার সময় নয় ঘুমানোর সময় গ্যাস আসে’।
শুধু আব্দুর রশিদ নয়।নগরীতে তীব্র গ্যাস সংকটে ভুগছে অসংখ্য মানুষ।নগরীর বহদ্দারহাট,বাদুরতলা,চান্দগাঁও,চকবাজার এলাকার বাসিন্দারা এই গ্যাস সংকটে ভুগছেন বেশি।
নগরীর বাদুরতলা এলাকার গৃহিণী রেহেনা আক্তার সিটি নিউজকে বলেন,প্রায় সময়ে এই এলাকাতে গ্যাস সংকট থাকে।তবে ডিসেম্বর মাসের শুরু থেকে এ সংকট আরো প্রকট হয়েছে।তিনি বলেন সকাল ৭ টার পর দুপুর ৩ টার আগ পর্যন্ত বেশিরভাগ সময় গ্যাস থাকেনা।কখনো মিটমিট জ্বললেও সন্ধ্যার পর বন্ধ হয়ে যায়।এ তীব্র ভোগান্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন
সিটিনিউজ/এএম

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.