ফেসবুকে দুই মন্ত্রীকে  কটূক্তি,শিক্ষকের বিরুদ্ধে মামলা

0

নিজস্ব প্রতিবেদক::সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে  কটূক্তি করায় এক স্কুল শিক্ষকের  বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের হয়েছে।

মামলাটি করেছেন হাজী মো. ইকবাল নামে এক আওয়ামী লীগ নেতা।  মামলার আরজিতে বাদিকে বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উল্লেখ করা হয়েছে।

আদালত মামলা গ্রহণ করে কোতয়ালি থানাকে এজাহার হিসেবে রেকর্ড করে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদির আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজহারুল ইসলাম।মামলায় অভিযুক্ত হাজী মোহাম্মদ আলী (৫০) স্থানীয় মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।

২০১৫ সালের ৮ অগাস্ট থেকে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সময়ের মধ‌্যে দুই মন্ত্রীর বিরুদ্ধে ফেইসবুকে কটূক্তির অভিযোগ আনা হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.