শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ হতে হবে:মেয়র নাছির

0

নিজস্ব প্রতিবেদক::সুশিক্ষিত জাতিকে কোন অপশক্তিই দমন করে রাখতে পারে না।বাংলাদেশের শিক্ষার্থীরা সুশিক্ষা অর্জন করে, সুনাগরিক হিসেবে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে। তাদের হাত ধরেই বাংলাদেশ ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশে পরিণত হবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ মহিলা সমিতি স্কুল ও কলেজের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন।

অনুষ্ঠানের সিটি মেয়র বলেন, নীতিহীন, আর্দশহীন জীবনের কোন মূল্য নেই।সার্টিফিকেট নির্ভর জ্ঞান দ্বারা প্রতিষ্ঠিত হওয়া যায় না।জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আধুনিক ও প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।
বাংলাদেশ মহিলা সমিতি স্কুলের শিক্ষা অধ্যক্ষ মিসেস আনোয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্য আনোয়ারুল হক চৌধুরী, জামসেদুল আলম চৌধুরী, মো. সালাউদ্দিন, সফিকুল আলম, উম্মে আবিবা আখি, আ ম স মবিন, শিমুল মুহুরী, হোসনে আরা ও হাসিনা আকতার বক্তব্য রাখেন।

মেয়র বাওয়া স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী ছাত্রীদের শতভাগ সাফল্য কামনা করেন। এ ছাড়াও বিদায়ী ছাত্রীরা তাদের অভিমত তুলে ধরেন। পরে ১০ম শ্রেণির ছাত্রীরা ফুল দিয়ে প্রায় সাড়ে ৪ শত ছাত্রীকে বিদায় জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.