আইইবি ৫৭ তম কনভেনশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক::চট্টগ্রাম নগরীর লালখান বাজারস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৭তম কনভেনশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা সাড়ে ১১টায় চার দিনব্যাপী এ কনভেনশনের উদ্বোধন করেন তিনি।

এবারের কনভেনশনের স্লোগান ‘ডিজিটাল টেকনোলজি ফর ডেভোলাপমেন্ট’। কনভেনশনের মূল আকর্ষণ হিসেবে জাতীয় সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘ইউটিলাইজেশন অব ডিজিটাল টেকনোলজি ফর প্রো পিপল ডেভোলাপমেন্ট’।

এই কনভেনশনে দুপুর ২টায় প্রকৌশলী এম এ রশীদ বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বিকেল সাড়ে ৪টায় ফিয়েস্কা সেমিনারে প্রধান অতিথি থাকবেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

তিন দিনের এই কনভেনশনে সারা দেশের প্রায় পাঁচ হাজার প্রকৌশলী অংশ নেবেন বলে আইইবি নেতারা জানিয়েছেন। এছাড়াএই কর্মসূচির বিভিন্ন পর্বের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর চট্টগ্রামে আগমন উপলক্ষে ইতিমধ্যে নগরীর সর্বত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.