চসিকের অভিযানে দোকান উচ্ছেদ, ১৮ হাজার টাকা জরিমানা

0

নিজস্ব প্রতিবেদক::ফুটপাত দখল,ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে নগরীর বিভিন্ন এলাকায়
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারী) সিটি ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হালিশহর থানাধীন বড়পুল এলাকার পিসি রোডের সিটি কর্পোরেশনের ফুটপাত ও নালার উপর অবৈধ ভাবে বসা ১০/১২টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

এসময় সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স না থাকায় জেরিন ষ্টোরকে ৫ হাজার টাকা, সেবা প্রদানের মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় লাইফ লাইন ডায়াগনষ্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমান করা হয়।

একই অভিযানে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় ট্রেড লাইসেন্স না থাকায় গোলজার হোটেলকে ৫ হাজার টাকা, আতুরার ডিপো এলাকায় খাজা ট্রেডার্সকে ৩ হাজার টাকা, ট্রেড লাইসেন্স নবায়ন না করায় নিউ বার আউলিয়া হোটেলকে ২ হাজার টাকা,মোবাইল কোর্টের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে লাইসেন্স নবায়ন ফি পরিশোধ করায় মেসার্স ফজলুল হক সওদাগরকে ৪০০টাকা,মেসার্স নাসির সওদাগরকে ২০০ টাকা,মুরাদপুর এলাকায় চৌধুরী অটোমোবাইলসকে ২০০ টাকা ও রবিউল ষ্টোরকে ২০০ টাকাসহ সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশি¬ষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা/কর্মচারীগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.