গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ

0

সিটিনিউজ ডেস্ক : পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার রোগের, গ্যাস্টিক বা আলসার নামটির সাথে পরিচিত নন এমন লোক খুঁজে বের করা হয়তো খুব কঠিন হবে। সাধারণত লোকজন গ্যাস্টিক বা আলসার বলতে যা বুঝে থাকেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় পেপটিক আলসার। এই রোগটিই একটা সময় মারাত্মক আকার ধারণ করতে পারে। হতে পারে বিভিন্ন ধরনের সমস্যাও। এমনকী গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যানসার পর্যন্তও হতে পারে। তাই আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন।

কিন্তু আপনি বুঝবেন কী করে যে, ধীরে ধীরে আপনার শরীরে গ্যাস্ট্রিক আলসার বাসা বাধতে শুরু করেছে? এমন কিছু লক্ষণ আছে, যেগুলো জানা থাকলে সুবিধে হয়। রোগটি মারাত্মক আকার ধারণ করার আগে চিকিৎসকের কাছে ছুটে যাওয়া যায় বা সতর্কতা নেয়া যায়। গ্যাস্ট্রিক আলসারের উপসর্গগুলো আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো।

> বুক ও পেটের উপরের অংশে ব্যথা (পাকস্থলীর আলসারের ক্ষেত্রে খাবার খেলে এই ব্যথা কমে যায়, কিন্তু অন্ত্রের আলসারের ক্ষেত্রে খাবার খেলে এ ব্যথা সাধারণত বাড়ে)।

> বুক জ্বালাপোড়া করা।

> টক বা তিক্ত স্বাদের ঢেকুর উঠতে থাকা।

> বুকের পিছনের অংশে বা মেরুদণ্ডে ব্যথা অনুভূত হওয়া।

> পেটের উপরের অংশে গরম অনুভূতি হওয়া।

> ক্ষুধামন্দা বা খিদে না পাওয়া।

> বমি বমি ভাব অনুভূত হওয়া। আবার অনেক সময় বমিও হওয়া।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.