বসন্ত উৎসবে মুখর ডিসি হিল

0

গোলাম সরওয়ার :  নগরীর ডিসি হিলে দিনব্যাপী বসন্ত উৎসব চলছে বোধন আবৃত্তি পরিষদের । অনেকেই সেজেছে হলুদ গাঁদায় । তরুনীদের মাথায় বাহারি ফুলের রিং । সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই বাসন্তের সাজে ঝলমল করছে ডিসি হিল।

 

মাথায় বাহারি ফুলের রিং
মাথায় বাহারি ফুলের রিং। ছবি- মো: হানিফ

 

বোধনের ১২তম বসন্ত উৎসবে সংগীত অঙ্গনের দলীয় পরিবেশনা, আবৃত্তির মাধ্যমে মুখর ছিল দুপুরবেলা । তারপর ছিল ওডিসী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, দলীয় নৃত্য, শ্রেয়সী রায়ের কণ্ঠে রবীন্দ্রসংগীত, গীতধ্বনির দলীয় সংগীত, ফাহমিদা রহমানের নজরুল সংগীত, শান্তনু বিশ্বাসের কণ্ঠে আধুনিক গান, গীরিজা রাজবরের লোক সংগীত, মো. মোস্তফা কামালের হারানো দিনের গান, অমিত সেনগুপ্তের বাউল গান, রঞ্জন চৌধুরীর আধুনিক গান, গীতা আচার্যের আঞ্চলিক গান এবং সুনীল ও তার দলের ঢোলবাদন।

 

 

সংগীত অঙ্গনের দলীয় পরিবেশনা
সংগীত অঙ্গনের দলীয় পরিবেশনা।ছবি- মো: হানিফ

বিকেল সাড়ে তিনটায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।তারপর আলোচনা পর্ব। এতে অতিথি থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্ত, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক ও জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.