পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান

0

 সিটিনিউজবিডি  :   নির্দিষ্ট সময়ের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন পোশাক শ্রমিক নেতারা। মঙ্গলবার বিকেলে শিল্প পুলিশের কনফারেন্স কক্ষে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তারা।

শিল্প পুলিশের পরিচালক তোফায়েল আহমেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিকেএমইএ নেতা আলতাফ হোসেন, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, মিলি চৌধুরী, আবদুল মতিন মাস্টার, আলী আকবর, এনামুল হক, শহীদুল ইসলাম দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।

শ্রমিক নেতারা বলেন, ‘সরকারী নিময় অনুযায়ী ১০ তারিখের মধ্যে বেতন এবং ১৪ তারিখের মধ্যে বোনাস পরিশোধ করার কথা রয়েছে। আমরা চাই নির্দিষ্ট সময়ের মধ্যে মালিক পক্ষ বেতন পরিশোধ করুক। তা না হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিবে। ’

শিল্প পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক আরিফুর রহমান আরিফ বলেন, ‘সভায় পোশাক শ্রমিক নেতারা নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন বোনাস পরিশোধের দাবি জানিয়েছে। শিল্প পুলিশের পক্ষ থেকে তাদের দাবি সমর্থন করা হয়। তবে কিছু কিছু গার্মেন্টস বেতন বোনাস পরিশোধ করতে দুই একদিন বিলম্ব হতে পারে বলে তাদের জানানো হয়। সে ক্ষেত্রে শ্রমিকনেতাদের সহযোগিতা কামনা করা হয়। ’

শ্রমিক অসন্তোষ বন্ধে শ্রমিকনেতারা সহযোগিতা করার আশ্বাস দেন বলে জানান ওসি আরিফ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.