বাবা-মাকে ভোটমুখী শিক্ষার্থীদের বাড়তি নম্বর

0

সিটিনিউজ ডেস্ক: বাবা-মাকে ভোটমুখী করাতে নতুন পথে দেখা গেল স্কুলের শিক্ষার্থীদের। সামনে মুম্বাই পৌরসভার ভোট। গত বছর সেখানে ওই ভোটের হার ছিল মোটে ৪০ শতাংশ। এবার তা আরও কমতে পারে। এই আশঙ্কায় আগেভাগে সচেতনতা চোখে পড়েছে মুম্বাইয়ের রাস্তায়। মিছিল ও পথনাটিকায় অংশ নিতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের।
ভোটে অংশগ্রহণ বাড়াতে অগ্রণী ভূমিকা নিয়েছে মুম্বাই শহরের বিভিন্ন স্কুল। ছাত্রছাত্রীদের বলা হয়েছে, বাবা-মাকে ভোটের লাইনে দাঁড় করাতে পারলে পাওয়া যাবে বাড়তি নম্বর।

হিন্দুস্তান টাইমসের সূত্র , নম্বর জোগাড় করতে উৎসাহিত হয়ে বাবা-মাকে ভোটদানের আর্জি জানিয়ে নিয়মিত পথে নামতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের স্কুল শিক্ষার্থীদের।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.