চাক্তাই খালে নাব্যতা সংকট

0

গোলাম সরওয়ার : চট্টগ্রামের মানুষের দুর্ভোগ ও দুর্গতির মুল বলা হয় চাক্তাই খাল কে। এই খালের মাধ্যমে জোয়ারের পানিতে প্রতিবছর কোটি কোটি টাকার সম্পদহানির ঘটনা হরহামেশা ছাপা হচ্ছে পত্রিকায়। সংবাদ প্রচারিত হয় টিভিতে। সেই চাক্তাই খালেই এখন পানির অভাবে নৌ-চলাচল বন্ধ হয়ে গেছে। নাব্যতা সংকটে জোয়ারের পানিতেও নৌ চলাচল করতে পারছে না। এতে কষ্টে ও দুর্গতিতে পড়েছেন পাইকারী মোকাম চাক্তাই খাতুনগঞ্জের ছোট বড় ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এক দশক আগেও চাক্তাই খাতুনগঞ্জের বানিজ্য কেন্দ্রগুলো চাক্তাই ও রাজাখাল ব্যবহার করে কোটি কোটি টাকার ব্যবসা করতো। জোয়ারেও এখন পন্যবোজাই বড় নৌযানগুলো আটকে আছে। নির্দিষ্ট তিথির জন্য তাদের অপেক্ষা করতে হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, চাক্তাই খালের মুখে উভয় তীরে পাকা পিলার দিয়ে দোকান নির্মান করায় খালটি এমনিতেই সংকুচিত হয়ে পড়েছে। এমন কি মৎস্য বিক্রয় মার্কেট পর্যন্ত গড়ে উঠেছে। যার কারনে খালে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.