চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ৯ লাখ টাকার ক্ষতি

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম নগরীর চকবাজার ও পতেঙ্গা থানাধীন এলাকায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি সেমিপাকা দোকান ও চারটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে নয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার ভোররাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর সারওয়ার জাহান।

তিনি বলেন, সাড়ে ৩টার দিকে চকবাজার থানার দামপাড়া এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে দোকানগুলো পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে পতেঙ্গা থানার টিএসসি মেডিকেল গেট সংলগ্ন হাজীপাড়া এলাকায় চারটি কাঁচা বসতঘর পুড়েছে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.