মুশফিকই মাশরাফিদের ভরসা

0

সিটিনিউজবিডিঃ ব্যাটিংয়ে বাংলাদেশ দলের ‘রান মেশিন’ হয়ে ওঠা মুশফিকুর রহিমের ব্যাটেও  রান আসছে না। যেটা দলকে দারুণভাবে ভোগাচ্ছে। বিশেষ করে টেস্ট, ওয়ানডে এবং টি-২০ তে সর্বশেষ ১০ ইনিংসে কোনো ফিফটি নেই বাংলাদেশের টেস্ট অধিনায়কের। তবে মুশফিকের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে দুঃশ্চিন্তার কোনো কারণ দেখছেন না ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফির বিশ্বাস, দ্রুতই রান-খরা কাটিয়ে উঠবেন মুশফিক। একইসঙ্গে সে রানে ফিরলে বাংলাদেশও জয়ে ফিরবে বলে মনে করছেন টাইগার দলনায়ক। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘দুশ্চিন্তার কিছু নেই। ওর যতটুকু চেষ্টা করার ততটুকু ও করছে। অবশ্যই আমরা চাই মুশফিক তার সেরা ফর্ম নিয়েই দলে থাকুক। কিন্তু এটা সব সময় হবে না। আর দুটি টি-২০ ম্যাচ আসলে সমন্বয় করার সময়ও পাওয়া যায় না।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ ম্যাচ দুটিতে ১৭ ও ১৯ রান করে আউট হয়েছেন মুশফিক। কোনোভাবেই নিজের ইনিংসটিকে বড় করতে পারছেন না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.