একুশ আমার অহংকার , সিটিনিউজবিডি ডট কম

0

জুবায়ের সিদ্দিকী-

সাড়ে চার দশকে দাঁড়িয়ে বাংলাদেশ। যে চেতণা ও আকাঙ্খার জন্ম দিয়ে মুক্তিযুদ্ধ, তার বেশিরভাগই অধরা। সাধারন মানুষ স্বপ্ন দেখে আর রাজনীতির দাবানলে পুড়ে সে স্বপ্ন ছারখার হয়ে যায়। যে মানুষ ক্লান্তিহীন অদম্য গতি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন, তারাই বারবার রাজনীতির শিকার হন। তারপরও মেহনতি মানুষরাই এগিয়ে নিচ্ছে দেশ, সমাজ। এখানে সম্প্রদায় নিয়ে, ধম নিয়ে রাজনীতি হয়। আবার সাধারন মানুষ আপন মহিমায় রাজনীতির উদ্ধে অবস্থান নেয়।

কথিত রাজনীতি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। রাজনীতির বৈরী মনোভাব তীব্র হচ্ছে দিনে দিনে। একুশের চেতণায় দেশ এগিয়ে চলছে। একুশ মানে মাথানত না করা। একুশ মানে অধিকার আদায়। নষ্ট রাজনীতির ধারাবাহিকতায় সমাজ যেন ক্ষতবিক্ষত হচ্ছে প্রতিনিয়ত। প্রতিবছর একুশ আসে। একুশ ফিরে যায়। একুশ একটি দিনের দিনপঞ্জি হয়ে দিবসের নানা অনুষ্টানে চাপা পড়ে যায়। একুশ আমাদের চেতনায় প্রতিটি দিন হোক মুক্তিযুদ্ধের ভাস্বর হয়ে স্মৃতির পাতায়।

 সম্পাদক , সিটিনিউজবিডি ডট কম

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.