৭০০ কোটি টাকার নোট দালালদের হাতে

0

সিটিনিউউবিডিঃ এবার পবিত্র ঈদ উপলক্ষ্যে ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২২ হাজার কোটি টাকা থেকে ৭০০ কোটি টাকার নতুন নোট পেয়েছে চট্টগ্রাম। তবে এই ৭০০ কোটি টাকার নতুন নোট সবগুলোই যেনো দালালদের হাতে চলে গেছে। কোন ব্যাংকেই নতুন নোট পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা। চড়া দাম দিয়ে ব্যাংকের বাইরে দালালদের কাছ থেকে নোট কেনা ছাড়া কোনো গত্যন্তর দেখছেন না গ্রাহকরা।

অনেক বেসরকারি ব্যাংকের কর্মকর্তারাও জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক থেকে তারাও কোনো নতুন নোট পাচ্ছেন না। ফলে গ্রাহকদের নুন্যতম চাহিদা পূরণেও তারা ব্যর্থ হচ্ছেন। সাধারণ গ্রাহকদের অভিযোগ বাংলাদেশ ব্যাংকের অসাধু কর্মকর্তারা সব নতুন নোট ঘুষের বিনিময়ে দালালদের কাছে বিক্রি করে দিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে নতুন নোটের ব্যবসা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র ঈদের চাহিদাকে পূঁজি করে নতুন নোটের জমজমাট বাণিজ্য শুরু করেছে। অনেক বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষকেও দালালদের টাকা দিয়ে নতুন নোট কিনে নিতে হচ্ছে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.