ধর্মঘটের নেপথ্যে নৌমন্ত্রী: বিএনপি

0
সিটি নিউজ ডেস্ক::বিএনপি নেতারা বলছেন, পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘটের পেছনে প্রধান নায়ক সরকারের একজন মন্ত্রী।একজন বাস চালককে সাজা দিয়েছে আদালত। কিন্তু জনগণকে ব্ল্যাকমেইল করে এখন সারাদেশে পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে। এর পেছনের মূল নায়ক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন,পরিবহন ধর্মঘট করছে সরকারের মন্ত্রী। তার বাসায় বসে ধর্মঘট করার সিদ্ধান্ত হয়। গ্যাসের দাম বাড়ানোর জনরোষ আড়ালে নিতে এসব নাটক সাজানো হয়েছে।
সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজান প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা করেছেন বিএনপির সহপ্রচার সম্পাদক আলিমুল ইসলাম খান আলিম।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.