চট্টগ্রামে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

0

নিজস্ব প্রতিবেদক::কর্তব্যরত অবস্থায় পুলিশের যে সকল সদস্য প্রাণ হারিয়েছেন তাদের  আত্মত্যাগ ও গৌরবময় অবদানকে স্মরণ করতে  প্রথমবারের মত অনুষ্ঠিত হলো ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০১৭।

বুধবার (১ মার্চ) দামপাড়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ জনাব মোহা. শফিকুল ইসলাম, বিপিএম, প্রধান আলোচক সিএমপি কমিশনার জনাব মো. ইকবাল বাহার বিপিএম, পিপিএম, সদস্য সচিব চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, পিপিএমসহ চট্টগ্রাম পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যগণ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ।

কর্মসূচীর শুরুতে সকাল ১০টায় সশস্ত্র অভিবাদনসহ মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।আলোচনা সভার শুরুতে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে এক মিনিটি নিরবতা ও আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, পিপিএম, বীর মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার শাহাবুদ্দীন আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা মহানগর কমান্ডার মোজাফফর আহম্মদ, চট্টগ্রাম চেম্বারের পরিচালক জনাব মাহফুজুল হক, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মো.আল্লাহ বক্স, জেলা কমিউনিটি পুলিশিং সহ সভাপতি জনাব অধ্যাপক ডা. মো. মাহতাব উদ্দিন হাসান, জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন ফরিদ, কাউন্সিলর জনাব আবিদা আজাদ, কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করা এএসআই মো. শাহেদুল আলম এর স্ত্রী মোছা. রাবেয়া তাসমিন, দৈনিক সংবাদ এর ব্যুরো চীফ জনাব নিরুপম দাশগুপ্ত, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ মুসলিম, পিপিএম, সিএমপি কমিশনার জনাব মো. ইকবাল বাহার বিপিএম, পিপিএম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহা. শফিকুল ইসলাম, বিপিএম, সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব ফারুক আহমেদ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বলেন, মহান স্বাধীনতাযুদ্ধে প্রথম আক্রান্ত হয় রাজারবাগ, প্রথম প্রতিরোধ করে বাংলাদেশ পুলিশের সূর্যসন্তানগণ। সাম্প্রতিক কালে রাজনৈতিক আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম, অরাজকতা, গাড়িভাঙচুর, জ্বালিয়ে-পুড়িয়ে মানুষ হত্যাসহ জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়তে গিয়ে প্রাণ উৎসর্গ করেন অকুতোভয় বীর পুলিশ সদস্যগণ। আমরা তাঁদের কাছে চিরঋণী।

সিএমপি কমিশনার বলেন, কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ বাংলাদেশ পুলিশের বৃহৎ পরিবারের অংশ। যেকোন অবস্থায় তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ বলেন, পূর্বসূরীদের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশমাতৃকার সেবায় নিজেদের সমর্পণ করলে পুলিশ সদস্যদের বিপদে সাধারণ জনতাও পাশে থাকবে।

আলোচনা সভা শেষে নিহত পুলিশ সদস্যদের পরিবারের মধ্যে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট, সনদ ও আর্থিক সহায়তা সহ শুভেচ্ছা উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। আপ্যায়ণের মধ্য দিয়ে সমাপ্ত হয় প্রথম পুলিশ মেমোরিয়াল ডে ২০১৭ এর কর্মসূচী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.