রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেফতার

0

সিটিনিউজ ডেস্ক::অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার বনানী এলাকা থেকে মো. এমদাদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, এমদাদুল ইসলামের বিরুদ্ধে ১ কোটি ১৮ লাখ ৭ হাজার ৫৬১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ২৩ ফেব্রুয়ারি এমদাদুলের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান রাজধানীর রমনা থানায় মামলা করেন। এছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৮৭ লাখ ৪৪০ টাকা পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
মামলা তদন্তের অংশ হিসেবে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সংস্থার একটি দল বৃহস্পতিবার সকালে এমদাদুলকে গ্রেফতার করে। পরে এমদাদুলকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.