চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা

0

গোলাম সরওয়ার :  চট্টগ্রাম নগরবাসী বিগত বর্ষার দুর্ভোগ দুর্দশার কথা ভুলতে পারেনি । এবার বর্ষায় জলাবদ্ধতা আরও বেশী হওয়ার সম্ভবনা মনে করছে অনেকেই। খবর নিয়ে জানা গেছে, নগরীকে জলাবদ্ধতা মুক্ত করতে ’বন্যা নিয়ন্ত্রন’ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে মেগাপ্রকল্পটি শুরুতেই হোঁচট খেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) থেকে ভুমি অধিগ্রহনের ২৭ শ কোটি টাকা বাদ পড়তে যাচ্ছে। এর ফলে নগরীর শাহ আমানত সেতু থেকে কালুরঘাট সেতু এলাকা পর্যন্ত নদীর তীরে চার লেনের রাস্তা নির্মানের স্বপ্নটির মৃত্যু ঘটতে যাচ্ছে। নগরীর প্রধানত খাল চাক্তাই, রাজাখালী খালেও স্লুইচ গেইট ও রেগুলেটর বসানোর পরিকল্পনাও রয়েছে।এদিকে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বানিজ্যিক এলাকা, সিডিএ আবাসিক এলাকা, হালিশহর হাউজিং এষ্টেট, জেলা পুলিশ লাইন, বেপারী পাড়া, ছোটপুল, মুহুরী পাড়া, হাজিপাড়া সহ বৃহত্তর হালিশহর এলাকার দু:খ হিসেবে পরিচিত মহেষখালে এখনো স্লুইচ গেইট নির্মান ও খনন কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকার সর্বস্তরের মানুষ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.