শিক্ষাবিদ প্রফেসর রণজিৎ কুমার চক্রবর্তীর মৃত্যুতে সিইউজের শোক

0

নিজস্ব প্রতিবেদক::বিশিষ্ট শিক্ষাবিদ , বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^দ্যিালয় চট্টগ্রাম( ইউএসটিসি)র ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর রণজিৎ কুমার চক্রবর্তী আর নেই।

বুধবার (০৮ মার্চ) সকাল নয়টায় ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

প্রফেসর রণজিৎ কুমার চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন(সিইউজে)।
সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, প্রফেসর রণজিৎ কুমার চক্রবর্তীর মৃত্যুতে জাতি একজন শিক্ষাবিদ ও সমাজ সংস্কারককে হারিয়েছে। তারা প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন।
উল্লেখ্য, মৃত্যুকালে প্রফেসর রণজিৎ কুমার চক্রবর্তীর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার তিনি ১৯৯৫ সালে রায়পুর সরকারি কলেজ থেকে অধ্যক্ষ হিসেবে অবসর নেন। এরপর ইউএসটিসিতে যোগ দেন।
প্রফেসর রণজিৎ কুমারের ছেলে জানিয়েছেন, বুধবার বিকেল পাঁচটার পর পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বাগদন্ডী গ্রামের নিজবাড়িতে তার মরদেহ সৎকার করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.