সিপিএলেও ডাক পেলেন নবি ও রশিদ

0

খেলাধুলা : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ডাক পেলেন মোহাম্মাদ নবি ও রশিদ খান। আইপিএলে নবি সেভাবে মূল্য না পেলেও সিপিএল এ তার মূল্য ধরা হয়েছে ৯০ হাজার মার্কিন ডলার। চতুর্থ রাউন্ডে তাকে নেয়ার পর তার দলীয় সতীর্থ রশিদ খানেরও ডাকে সিপিএল। ষষ্ঠ রাউন্ডে রশিদ খানকে দলে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তার মূল্য ধরা হয়েছে ৬০ হাজার মার্কিন ডলার। তাদের সহ সহযোগী দেশ থেকে সিপিএলে স্থান পেয়েছেন মোট ৯জন।

সহযোগী দেশ থেকে ক্রিকেটার নিলেও এবার বিদেশি অনেক তারকাই দল পাননি। পাকিস্তান লেগ স্পিনার ইয়াসির শাহ, পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক, ইংল্যান্ড টি-টোয়েন্টি স্পেশালিস্ট টাইমাল মিলস, কোরে অ্যান্ডারসন ও শন মার্শ রয়েছেন এই তালিকায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.